নারীকে কতটুকু বুঝেছ তুমি
এক নারীই হলো বহুরুপী।
যখন সংসার চালায় নারী
তখন সে হলো গৃহ কৃত্রী।
যখন রণক্ষেত্রে যুদ্ধ করে নারী
তখন তাকে বীরাঙ্গনা বলি।
যখন চাকরি করে নারী
তখন নারী চাকুরীজীবি।
যখন ঝিয়ের কাজ করে নারী
তখন তার পরিচয় গৃহকর্মী।
যখন দেশর প্রধান নারী
তখন তার নাম রাজরাণী।
যখন নেতা গিরি করে নারী
তখন বলি মোদের নেতৃ।
যখন বিদেশে যায় নারী
তখন সে হয় বিদেশিনী।
যখন অন্যায় করে নারী
তখন সে হয় ব্যবিচারিণী।
যখন পাপ করে নারী
তখন সে হয় কলঙ্কী।
যখন ভয়ংকর হয় নারী
তখন তাকে ডাকি ডাইনী।
যখন সব কিছু গ্রাস করে নারী
তখন তাকে বলা হয় রাক্ষসী।
যখন চলনা করে নারী
তখন সে হয় চলনাময়ী।
যখন তালাক প্রাপ্ত নারী
তখন তার নাম ডিভোর্সি।
যখন আনন্দ দেয় নারী
তখন তার নাম আনন্দময়ী।
যখন শিশু থাকে নারী
তখন সে হয় কারো ভগ্নী।
একজন নারী যখন যুবতী
তখন সে কারো মনের প্রিয়সী।
যখন বিবাহিত হয় নারী
তখন সে কারো জননী।


নারীকে কতটুকু দেখছ তুমি
লোকে বলে নারী অর্থ লোভী!
নারীকে কতটুকু চিনেছ তুমি
বিনা কারণে পথভ্রষ্ট হয় কী?  
কোন নারীকে দেখছ কী তুমি?
অর্থের অভাবে হয়েছে সন্ন্যাসীনি।
নারী হল নরম মনের অধিকারী
কষ্ট ভুলে যায় যদি বল ভালবাসি?
নারী অভাবের তাড়নায় ঘর ছাড়েনি,
ঘর ছেড়েছে ভালবাসার অভাবে
নিদারুণ নির্যাতন আর দুর্ব্যবহারে।
নারীকে কতটুকু জেনেছ তুমি
এক নারীকে কত নামে ডাকি।
আজি সব পরিচয় নিপাত যাক, তোমার নারী
পরিচয় একটাই তোমার, শুধুই একজন নারী।
--------------------------//---------------------
সময়ঃ ১১ঃ ২০
তারিখঃ ০৫/০৫/২২
স্থানঃ আনন্দ ডিজিটাল মডেল স্কুল।