পরগাছার বেঁচে থাকার নিজস্ব ক্ষমতা নেই,
পরগাছাকে যখন খুশি উপড়ে ফেলা যায়!
এমন কি চিরতরে সমূলে উৎপাটন করা যায়?
জগৎ সংসারে তার উপকারিতা অতি নগন্য।
তোমার কাছেও আমি পরগাছার মতন
যখন খুশি কাছে টানো
যখন খুশি দূরে ঠেলো।
মাঝে মাঝে পরগাছারও প্রয়োজন হয়
কেউ কেউ নানাবিধ কাজে ব্যবহার করে।
তোমার কাছে ততটুকুরও প্রয়োজন নেই আমার
তোমার জীবনে কোনো কাজেই আসতে পারিনি।


আমি শেষ পর্যন্ত তোমার জীবনে -
পরগাছা হয়ে থাকতে চেয়েছি।
শুধু একটু বেঁচে থাকার আশ্রয়ের ভরসায়
তোমার নিরব ভালবাসার আশায় -
তোমাকে শক্ত করে ধরে বাঁচতে চেয়েছি
তোমার একান্ত সান্নিধ্যে থাকতে চেয়েছি
তোমার কোমল দেহের গন্ধ নিতে চেয়েছি
তোমার শ্বাস-প্রশ্বাসের শব্দ শুনতে চেয়েছি
আমার সুখ দুখের চিরসঙ্গী করতে চেয়েছি।
খুব বেশি কিছু কি চাওয়া ছিল?
শুধুই আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি
তুমি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে;
বাধা ছিল কোথায়?
তোমার কাছে আমি ছিলাম পরগাছা
অপ্রয়োজনীয় কিছু নিয়ে যায় কী বাঁচা?
সহজ সুন্দর করতে তোমার বাঁচা
সমূলে উৎপাটিত হলো পরগাছা।


-----------------------০------------------
সময়ঃ দুপুর ১ ঘটিকা
তারিখঃ ০৬/০৯/২৩
স্থানঃ নতুন বাজার,  সিলেট।