বাংলার নরম পলিমাটির উষ্ণতা
ভেজা বাতাসের স্নিগ্ধতা
সারা বছরের রোদের কোমলতা
মৌসুমি বৃষ্টিপাতের আর্দ্রতা
বাংলার মাটিকে দিয়েছে উর্বরতা।


বাংলার ঘরের দেয়ালের ওপরে গাছ জন্মায়,
নিরেট ছাদের বুকে অশ্বত্থ বৃক্ষ জন্মায়,
পাথরের গায়ে লতা-গুল্ম শেওলা জন্মায়।
কৃষক বীজ বপন করে বীজতলায়..
বাংলাদেশে অতি সহজে ফসল ফলায়,
সোনা ফলে সুজলা-সুফলা, শস্য-শ্যামলা বাংলায়।
বাংলার আবহাওয়া বাংলার মাটি
খাঁটি সোনার চাইতেও খাঁটি।


প্রাকৃতিক সম্পদে প্রাচুর্যপূর্ণ বাংলার খাল-বিল, নদী-নালা
নান্দনিক সৌন্দর্যে ভরপুর মোদের সোনার বাংলা।
মন ভুলানো ঢেউয়ের সমুদ্র, নির্জন পরিবেশের পাহড়-পর্বত
নৈসর্গিক নয়নাভিরাম দৃশ্য পর্যটকদের করেছে বিমূর্ত।


মোদের দেশ নিপট সুন্দর
দেশ কে ভালবাসি জীবনভর।
যতই বাধা বিপত্তি সামনে আসে
বিভেদ ভুলে এক সাথে মিলেমিশে;
সকলে যেন দেশকে ভালবাসে।
তোমায় ভালবাসি দিবানিশি সোনার দেশ
তুমি মোর প্রিয় বাংলাদেশ।