কথায় আছে-
যার জ্ঞান ন'য়ে হয় না
তার নব্বইয়েও হয়না।

সমাজে দেখি-
যার ত্রিভুবনে প্রিয়জন নাই
তার কপালে শান্তি নাই।

প্রতিপক্ষ বলে-
যারে দেখতে না পারি
তার সাথে জন্মের আড়ি।

লোকে বলে-
অভাগা যেদিকে চায়
সাগর শুকিয়ে যায়।

বাস্তবে দেখি-
হৃদয় যাকে চায়
সেই পর হয়ে যায়।

আমি বলি-
সখী তোমাকে আমার  প্রয়োজন
সে বলে কখনো হবে না প্রিয়জন।
হায়রে চির পোড়া কপাল আমার
তিলোত্তমা ভুল বুঝল প্রথমবার।

===========০===========
সময়ঃ ১০.৩০
তারিখঃ ০৯/১১/২১
স্থানঃ আনন্দ ডিজিটাল মডেল স্কুল।