গোধূলি লগ্নে সব প্রাণী ঘরে ফিরে
আপন সঙ্গীর কাছে,
মানুষও তার নিজ গন্তব্যে যায়
সুখের সন্ধানে আপন আলয়ে।

সুখের নীড়ে, কেউ ফেরে আনন্দে
কেউ হতাশার দীর্ঘশ্বাসে,
তবুও ফেরে আপন আলয়ে
এই ভেবে-যদি সুখ মিলে কপালে!

দুঃখে আহত হতভাগা শত
গৃহে এসে পায় ব্যথা ব্যদনা কত?
সুখ মিলেনা আহুতির কপালে
বিনীদ্র রজনী কাটে নিভৃত কষ্টে।


কেউ কেউ আবার আপন আলয়ে
কপাল দোষে সুখ বিসর্জন দিয়ে
অযাচিত চিরন্তন কষ্ট নিয়ে হৃদয়ে
দুঃখকে সুখের আদলে ভালবেসে
নিত্য গৃহ ত্যাগ করে
পা বাড়ায় গভীর রাতে
নির্ভেজাল কষ্টের অনন্ত রণাঙ্গনে।


==============০=============
সময়ঃ বিকাল ৯ ঘটিকা
তারিখঃ ৭।৫।২৪
স্থানঃ কলেজ রোড