প্রতিদিন কত ধরনের আলো দেখি
সব আলোতে প্রাণ খোঁজে পাই কি?
কিছু আলো শুধু রাতে প্রজ্বলিত হয়
দিন শেষে যেন রাত হয় জ্বলমলময়।
কিছু আলো জ্বালানো হয় বাসগৃহে-
নিত্যদিনের কাজ ও সৌন্দর্য বৃদ্ধিতে।
সমস্ত ধরনীকে আলোকিত করে-
দিনের বেলায় সূর্যের আলো জ্বলে।
সূর্যের আলোয় প্রাণ আছে
সূর্যের আলোয় সকলি বাঁচে।
সূর্যের আলোয় তেজ থাকে
শরীরে যে উদ্দীপনা লাগে-
তোমার থেকে সে উত্তাপ আসে
আমার অতৃপ্ত হিয়ার মাঝে।


সূর্য স্তিমিত হলে-
মহাবিশ্ব ধ্বংস হবে!
আমি তোমাকে হারালে
জীবন নিঃশেষ হবে।
তুমি মোর রাতের বেলার-
নয়কো নিয়নের আলো,
তুমি মোর দিনের বেলার
জ্বলজ্বলে সূর্যের আলো।
আমি সেই আলো থেকে
শক্তি আরহণ করি,
যে শক্তিতে বলিয়ান হয়ে -
নিত্য নবরূপে বাঁচি।  
তুমি মোর সূর্যের আলো
তোমার উত্তাপে বাঁচি,
তুমি মোর আশার আলো
তোমার স্বপ্নে সাজি।
------------------------------------------------
সময়ঃ বিকাল ৫.০০ ঘটিকা
তারিখঃ ০৮/০৪/২৩
কলমাকান্দা,  নেত্রকোণা।