আমি গুম হওয়া এক বাবার সন্তান।
জন্ম থেকে আমি দেখিনি বাবাকে।
    মার কাছে শুনেছিলাম,
বাবাকে যেদিন ধরে নিয়ে গেল তখন
   আমি মার জঠরে।
হঠাৎ একদিন মাঝ রাত্রিতে,
   ঘরের দরজায় বুটের আওয়াজ,
সশস্ত্র হয়ে ওরা এসেছিল সাদা পোশাকে
টেনে হিচঁড়ে গাড়িতে তুলে ছিল বাবাকে।
অসুস্থ মায়ের আর্তনাদ পারেনি ওদের থামাতে।
      বাবার অপরাধ,
কলমের আচঁড়ে সত্যের উপস্থাপন
তাই, নোংরা রাজনীতির আলোয় রচিত হল
   গুমের সংকলন।
পার হয়ে গেল জীবনের ষোলটি বছর।
রাষ্টযন্ত্র পারেনি দিতে আমার বাবার খবর।
নুন আনতে পান্তা ফুরায় নিত্য আমাদের জীবন।
শোষনের বিদ্রুপ, প্রশাসনের অহেতুক আক্রমন,
আমাদের হৃদয়ে প্রতিনিয়ত রক্তক্ষরণ।
শীতের রাত্রিতে ওম নিয়ে ঘুমিয়ে আছে পৃথিবী।
গাঢ় অন্ধকারে ঢাকা অনিশ্চিত ভবিষ্যতের পানে
নির্ঘুম কেটে যায় আমাদের রাত্রি।
চকচকে রোদ উঠেছে দিনের আলোয়,
আমার দুঃখিনী মা হাঁটতে থাকে থানার দরজায়।
পথ চলতে মা আমার হোচঁট খায়,
আবার উঠে দাড়ায়,
মেলেনি বাবার খোঁজ।
ভাগ্যের কি নির্মম পরিহাস,অবাক বিস্ময়ে
তাকিয়ে দেখি আজ,
আমাদের কলুষিত রাষ্টসমাজ।
কালের ঘড়িতে সময় বয়ে যায়,
ইতিহাসের পুনরাবৃত্তি বারংবার হয়।
আমাদের অসহায়ত্ব তোমাদের কাছে আজ পরিহাস
দুষিত রাজনীতির কবলে একদিন তোমরাও হবে ইতিহাস।
আমি বাবাকে ফেরত চাই,জীবিত দিতে না পার
লাশটাকে দাও, লাশ দিতে না পার দেহাবশেষ দাও
দেহাবশেষ দিতে না পার,যে মাটিতে রেখেছ
সেই মাটি দাও।
নুতন করে দাফন করব বাবাকে বুকের ভিতর।
এখানে রয়েছে খোঁড়া আমার বাবার কবর।