সমস্যা ! সমস্যা ! সমস্যা !
আমার মেয়েটার গায়ের রং একটু কালো
সে নিয়ে প্রতিবেশী এক ভাবীর ভীষন সমস্যা!
চা কফির অড্ডায় এ নিয়ে দু’চার কথা ওনাকে বলতেই হয়।


ওদিকে আবেদ আলীর মেয়েটা দেখেতে ভারী সুন্দর
তাতে আবার পাড়ার বখাটেদের ভীষন সমস্যা!
ইভটিজিং এর মাধ্যমে আত্মা পরিতৃপ্ত করে
ওরা ওদের সমস্যার সমাধান করে।


আবার কোন মেয়ে পুরুষ কর্তৃক ধর্ষিতা হলে
সেটা নাকি ঐ মেয়েটারই সমস্যা।
গন মন্তব্য; মেয়েটার পুরুষ অভিভাবক ছাড়া
বাইরে বেরোনোর কি দরকার ছিল?


আমার ছেলে পরীক্ষায় প্রথম হয়েছে
তাতে ছেলের সহপাঠীর এক মায়ের ভীষন সমস্যা
কারণ ওনার ছেলে প্রথম হতে পারেনি।


আমার বউয়ের শাড়ীটা একটু কম দামের বলে
ওর এক পাড়াতো বোনের ভীষন সমস্যা!
আমি কম ভাড়া বাসায় থাকি,
বাসার ফার্নিচার গুলোও কম দামের
সেটা শশুর পক্ষের এক আত্মীয়ের বিরাট সমস্যা।


এবার ভালো বেতন বেড়েছে , প্রোমোশনও হয়েছে
তা নিয়ে অফিস কলিগদের সমস্যা।


আমার বোনের সন্তান হয়না
ও কোথাও বেড়াতে গেলে, করো সাথে দেখা হলে নানান প্রশ্ন
যেন সমস্যাটা আমার বোনের থেকে বেশি তাদের
প্রিয় বোনটা আমার ঘরের বাইরে যাওয়া প্রায় ছেড়েই দিয়েছে।


আমি ও আমার স্ত্রী একটা বাচ্চাতেই সন্তুষ্ট
কিন্ত আত্মীয় স্বজনরা মোটেই সন্তুষ্ট নন
অনেক সমস্যা তাদের
দ্বিতীয় বাচ্চা কেন নিচ্ছি না এ নিয়ে তাদের যেন ঘুম হারাম।


আবেদ ভাইয়ের বউয়ের সাথে তার বয়সের ব্যাবধান একটু বেশী,
তারা বেশ সুখেই আছেন
কিন্ত এতে তার বউয়ের বান্ধবীদের ভীষন সমস্যা !


চুলে পাক ধরেছে  আমার
তা নিয়ওে সমস্যাগ্রস্থ লোকের সংখ্যা কম নয়।


সীমিত আয়, অবৈধ উপার্জনের কোন ইচ্ছাও নেই
বৌ ছেলের ভবিষ্যত ভেবে একটু হিসেব করে চলি
ওটা নিয়েও একটি বিশেষ শ্রেনীর বিশাল সমস্যা !
আমাকে কথায় কথায় হিসেবী বলে
খোঁচা মারা তাদের চা চক্রের আলোচ্য অংশ।


কিন্ত আসলেই আমি যখন সমস্যায় থাকি
তখন কেউ আমার সমস্যাটা তাদের সমস্যা মনে করেনা
টাকা-পয়সা কিংবা অন্য কোন সমস্যায় আছি দেখলে
নানান অযুহাতে সবাই কেটে পড়ে
তখন আমার সমস্যা শুধু আমার ই থাকে।।


                      --সমাপ্ত --