দিন পঞ্জিকায়  ইতিহাস ঘেঁটে
কর্তা ব্যাক্তিদের কর্ম তৎপরতায়
অস্থিরতা বৃদ্ধি পায়,
তারপর শিডিউল নিশ্চিৎ হয়।


ছক বাঁধা বুলি আর
দেশাত্মবোেধের মূর্ছনায়
উদগ্রীব হয়ে উঠে
মা মাটি আর মানুষ।


আলোর ঝলকানি আর
দেশাত্মবোধ জেগে উঠে চারিধার..
অবাক হয় প্রকৃতি।


উৎসবের পলিতে  তলিয়ে যায় দেশ।
লাল ছোপ রক্ত মাখা
ঘুমন্ত শহিদী  আত্মাগুলি জেগে উঠে,
উৎসাহী দৃষ্টিতে উৎসব দেখে-
কিছুক্ষণ থমকে দাঁড়ায়..


অত:পর-
প্রত্যাশায় ভাঙন ধরে,
তারপর কাঁদতে কাঁদতে
মিশে যায়- লাল সবুজের অভ্যন্তরে...