অবিচার, পদাঘাত,  নিপীড়ন
নিজ ভুমে দাস হয়ে কষ্ট-মন,
স্বাধীনতার বোধোদয়ে শেখ মুজিব,
স্বপ্নবীজ অন্কুরোদগম সব সজীব।
সংঘটকের  নির্দেশনায়  সফল  জোট
কৃষক-শ্রমিক-ছাত্র-জনতার ঐক্যজোট
সুর্য্য-সন্তান বঙ্গবন্ধুর মার্চের সেই আহবান
দাসত্বের শৃঙ্খল ভাঙ্গা স্বাধীনতার গান ।
বীরাঙ্গনা  রক্তক্ষয়,  লাশের সারি
লুটপাট, আগুন, ধোঁয়া, ঘরবাড়ি।
এক দফায় জনমনে বোধোদয়
নতুন-আকাশ লাল সবুজ সূর্যোদয়


অত:পর –
খুশী থুশী রাশি রাশি মনে বেশ
বঙ্গবন্ধু - স্বাধীনতায় বাংলাদেশ...!!!