আমি বোকা, নির্বোধ নাকি বধির
বুঝে উঠতে চেষ্টা করি বারবার।
অহরহ মতান্তর আর ভিন্ন ভিন্ন বুলি
সঠিক কিংবা বেঠিক- সন্দেহ খুঁজি ।
অর্জিত আহরণে অগ্নুৎপাত ঘটে প্রতিক্ষণ।


পঞ্চাশের কোঠায় পৌঁছতে
প্রতিনিয়ত নতুন আর
ভিন্ন ভিন্ন সিলেবাসে
একই লক্ষ্যে স্বার্থ খোঁজে ।


আমার ঘর গেরস্থি
শুণ্য হতে থাকে।
সবুজ মাঠে বালু খেলা করে ।
বালু ঝড়ে কষ্ট নদীর স্নান চলে।


আমি স্রোতের দাপটে ভেসে চলি।
সবুজ খুঁজি, প্রকৃতি দেখি।
আর সুযোগ সন্ধানী হিংস্র কুমির গুলি
মানচিত্র খেতে চায় বারবার...!?