আসলে আমরা যারা লিখিয়ে তারা নিজেদের লেখার মান নিয়ে একটু অহঙ্কারী ও স্পর্শকাতর মনের অধিকারী হয়ে থাকি ।নিজেদের শ্রেষ্ঠ লিখিয়ে ভেবে বসি  আমাদের লেখা নিয়ে অভিজ্ঞ কেউ কঠিন সত্যি কথায় সমালোচনা করলে কিংবা ভুল ত্রুটি ধরলে আমরা বিব্রত হই । অথচ এটাকে সাদরে গ্রহণ করে আমরা সচেতন হতে পারি , আরও পরিপক্ক হতে পারি, আরও শিখতে পারি ।
আমাদের অনেকের কবিতাই আসলে কবিতা হয়ে উঠে না । অনেকেই উপমা গুলোর সাঁজগোজ দিতে গিয়ে খেই হারিয়ে ফেলি, বিষয় বস্তু থেকে অন্য পথে সরে আসি । আবার অনেক কাঁচা লিখিয়ে বন্ধুর কবিতার  দু’একটি লাইন কিংবা কিছু অংশ নিজের অজান্তেই সুন্দর কবিতা হয়ে উঠে।
কেউ আবার মনে করবেন না যেন -আমি বড় কবি হয়ে উঠেছি । আসলে আমার নিজের অভিজ্ঞতা নিয়েই কথাগুলো বলছি। এখনো অনেকেই লিখি -’ আমি যেতে চায়’ ব্যাপারটি বড়ই বেদনা দায়ক......
আমি সকলকে অনুরোধ করবো আমার তথা আমাদের লেখাগুলো নিয়ে সমালোচনা করুন বেশী বেশী করে যাতে আমরা পরিপক্ক হতে পারি । আরও সুন্দর করে লিখতে পারি... ধন্যবাদ সবাইকে।