বন্ধু কেবল বন্ধুই বটে
অনেকেই হয়
মা ছাড়া তো আসল বন্ধু
অন্য কেউ নয়
মা যে আমার জান-পাখি
অনেক দাবী দাওয়া
সারা জীবন হাসি কান্না
হরেক চাওয়া পাওয়া ।
মনটায় আমার কষ্ট এলে
মা বুঝে নেয় আগে,
অসুখ বিসূখ বিপদ এলে
রাত্রি সেবায়  জাগে।
বাড়ি ফিরতে দেরী হলে
টেনশন করে ভীষণ
খাওয়া দাওয়া বন্ধ রেখে
স্রষ্ঠাকে ডাকে তখন ।
মা যে আমার কত আপন
নেইকো তাতে ছলা,
র্দীঘ জীবন থাকুক পাশে
স্রষ্ঠাকে শুধু বলা।