আমি কাঁদি, হাসি, কথা বলি, সুর তুলি
মাকে চিনি, বাবাকেও বুঝি।
শিক্ষাগ্রহণ কেবল অন্যভাবে অন্যরূপে।


নিজেকে বর্জন করি পরকে আপন করে।
প্রাণ ভরে গান করি অচেনা সুরে ।
আমার অস্তিত্ব প্রতিনিয়ত কেবল
অস্তিত্ব হীনতায় ভোগে।


আমার আমিকে খুব চিনি, জানি, বুঝি।
প্রকাশ ভঙ্গি অতি মাত্রায় এবং
এক সময় ময়ূর পুচ্ছ ধারণ করি।


এভাবেই অবিরত নিজেদের হারাই,
স্বকীয়তা বিসর্জন দেই,
আর বৎসরান্তে একদিন স্বদেশী সেজে
স্ব ভাষী হতে চেষ্টা করে ক্লান্ত হয়ে উঠি...