দৈন্যতার বর্ণিল পোষাকে
গোষ্ঠীর নিত্যদিনের নৃত্য কান্না !
পেশী নিংড়ানো কর্মতৎপরতার ফলাফল
আর পেশী বাঁচানো শক্তি অর্জনে আহরন
শুণ্যের কোঠায়ই থাকছে বরাবর ।
এভাবেই সূর্যোদয়, সূর্যাস্ত চলছে প্রতিদিন।


উৎসব আনন্দে অন্যরকম আয়োজনে
একদিন সূর্যোদয় ঘটে,
ঘুমে ভাঙন ধরে।
উৎসাহী দৃষ্টিতে গোষ্টীরা চোখ মেলে ।


রং বে-রংয়ের সাঁজসজ্জা আর
বাউল গানের কলতানে
সুখের নৃত্য দেখে।
হৈ-হল্লোর আর খাদ্য খাবার অনুকরণে
সবাই সমাজতান্ত্রিক হয়ে যায় !
গোষ্ঠীরা অবাক বিস্ময়ে খুঁজতে থাকেে
এ মিছিলে অবগাহনের মাপকাঠি !!!?