রং বেরং এর জীবন আছে
জানছে না তার কেউ
মেঘ বৃষ্টি ঝড় তুফানে
উঠছে সেথায় ঢেউ ।


ছমিরনের ফুড গোডাউন
সব সময়ই খালি
ধান ক্ষেতে আর বান ডাকে না
উড়ছে ধুলো বালি ।


কলিম শেখের বাজার লিষ্টে
হচ্ছে কাটা ছেড়া
পেটের ক্ষুধা না মিটিয়ে
জুড়ছে দেহের বেড়া ।


ফুলির মনে ভাঙন ধরে
ছেলের কান্না দেখে
স্কুল ছেড়ে গ্যারেজ থেকে
ফিরছে কালি মেখে ।


পাঁচু শেখ কাজ না পেয়ে
করছে সিঁধেল চুরি
কষ্ট করে কাটছে জীবন
খেয়ে পান্তা মুড়ি ।