অধীনতার স্বাধীনতায় বিবেক বর্জনে
ইদানীং স্বার্থান্মেষী মন পরাভূত।
প্রতিটি সচল কাঠামো সর্ব ভোগী
চাহিদা নানান রকম আর অপরিসীম ।


শরীরে যত রকম অঙ্গ প্রতঙ্গের সমাবেশ
তার চেয়েও বেশী রকম ভেদের আকাঙ্ক্ষায়
ব্যস্ততম সময় কাটে জীবন্ত জীবনের।
তাই ভিন্ন ভিন্নভাবে ফায়দা লুটার
কায়দা কানুন রপ্ত করে নিই অবসরে ।


নিজের প্রতি প্রগাঢ় ভাল লাগায়
আত্ম উপলব্ধি বিস্মৃত হই,
মৃত্যুর ক্ষণপূর্বেও রপ্ত করা
ফায়দা লুটার সূত্র প্রয়োগের
অপারগতায়-
কষ্ট বৃদ্ধি পায় মৃত্যুযন্ত্রণায় ।