চারিধারে অন্ধকার চাঁদর
আলোকে ঢেকে দেয় যখন,
নর্তকীটা গলা জড়িয়ে ধরে
সুখপেয়ালা হাতে  দেয় তখন।
আমি নিমগ্নচিত্তে আকণ্ঠ
গলাধ:করন করতে থাকি নির্বিকার।
তৈরী হয় রোজ নামচা ।


তারপর নিজেকে খুঁজতে থাকি।
সমাজতন্ত্র আর গনতন্ত্রের
মিকচার তৈরী করি,
পৃথিবীতে এক্সপোর্ট করি ।
ইরানের গোলাপ এর গন্ধ শুঁকি,
আফগানিস্তানের পাহাড়ি ধোঁয়া খুঁজি,
উত্তর কোরিয়ার সাহস মাপি ।


অভিজ্ঞতার মাপকাঠি যাচাই করি,
দেশটাকে নিজের ভাবি,
অত:পর রেড এলার্টে অস্থির করে তুলি
সকল স্বাভাবিক কর্মচাঞ্চল্যে...