কৌতুহলী সকাল, দুরন্ত দুপুর আর ক্লান্ত বিকেল
পেরিয়ে ঘুমন্ত রাতে এসেও
অসংখ্য প্রশ্নের কাঠগড়ায় দাঁড়িয়ে আমি ।
সময়ের অসংখ্য অধ্যায় আর শ্রেণী বিন্যাসের
পাতা উল্টিয়ে চিনতে চেয়েছি নিজেকে-
উত্তর খুঁজেছি বহুবার, মেলে নি উত্তর ।
সভ্যতার আড়ালে অসভ্য হয়ে বেঁচে থাকি বারবার।।


তারপর-
অনেক কয়টি বিচ্ছিন্ন একাদশীকে
আলাদা করতে চেয়েছি ভিন্ন ভিন্নভাবে,
কয়েকটি পূর্ণিমাকে হাতছাড়া করেছি ধরতে চেয়ে ।
এভাবে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ গ্রাস করেছে আমায়,
প্রলুব্ধ হয়েছি কাঙ্খিত ইচ্ছের কাছে।
সময়কে গলাটিপে হত্যা করেছি বহুবার ।
অসুন্দর থেকে জীবনকে আলাদা করতে
গিয়েও বিভ্রান্ত হয়েছি অসংখ্যবার ।


অবশেষে...
ক্লান্ত পথিকের মত সময় চেয়েছি বিশ্রাম নেবার,
অথচ সময় কেবল পথের দৈর্ঘ্যই বৃদ্ধি করেছে বারবার...।!