আমি এই আমাকে প্রায়শ: ভুল করি,
চিনতে ভুল করি, বুঝতে ভুল করি।
কাশফুলের ঢেউয়ের দোলায়
অস্থির সমুদ্র দেখি,
ঢেউয়ের সংখ্যা গুনি,
বয়স হারিয়ে ফেলি....
তোমাকে আগের তোমাতে চিনে ফেলি।


ইতিহাস গুনি।
সময়ের সিঁড়ি বেয়ে নীচে নামতে থাকি।
তারপর........


একটি রাতের জোছনা দেখি,
জোছনার আলোয় পথ দেখি,
সুখ মাখি।স্বপ্ন আঁকি আর-
এভাবেই বেচে খাকি।।