তুমি নেই ভাবতেই
সচল পিণ্ডটা চুপসানো বেলুন হয়ে যায়,
জীবন্ত জীবনটা খরায় ফেটে চৌচির হয়ে যায়,
গাছগাছালী, লতা পাতা সবটাই নির্জীব হয়ে পড়ে।


তুমি নেই ভাবতেই
সারা শরীরে সহসা ধ্বস নামে,
সাজানো বাগানটা তচনচ হয়ে যায়।
আকাশ জুড়ে মাতম তোলে বাগানের পাখিগুলি।


তুমি নেই ভাবতেই
মস্তিষ্কের কোঠরের রেক্টর স্কেল সাত এর দাগে পৌছে যায়।
সকল কর্মকাণ্ড ধর্মঘট করে থমকে খাড়ায়,
অচেনা হয়ে যায় সমস্ত পৃথিবীটা।


তুমি নেই ভাবতেই
সকল আকাঙ্খার মৃত্যু ঘটে,
চোখের সাগরে অস্বাভাবিক জোয়ার খেলা করে,
প্রচণ্ড প্লাবনে আরও একটি সুনামীর সৃষ্টি হয়।


তুমি নেই ভাবতেই
অবরুদ্ধ হয়ে যায় অক্সিজেন,
শ্বাস প্রশ্বাস বন্ধ হতে থাকে ধীর লয়ে,
আর আমি ফাঁসির আসামীর মতো
সময়ের প্রহর গুনতে থাকি
এক দুই করে....