বয়সী আকাশে নবীন কালিমা-
কী নিষ্ঠুর নিষ্পেশিত আজ !
যুগের মূল্যমানে অস্বচ্ছ আবরন।
যুগ তপস্যায় সৌমিত্র কাঁদে অহর্নিশি ।
বেদনার মূর্চ্ছতায় নীলাভ মুখাবয়ব ।


স্বচ্ছতার সুবাস ছড়িয়ে নন্দিনী কাছে আসে
কাছে বসে কাঁধে খানিকটা আশ্বাসও রাখে।
চোখের দৃষ্টিতে ফিরে আসে দুরন্ত বিশ্বাস
সময়ের মুক্ত আকাশে উঁকি দেয় কিছুটা সময় ।


এভাবেই শেষভাগের উঠতি বয়সে
সৌমিত্র জেগে থাকে অনিশ্চিৎ
আর মেঘের আড়ালে খুঁজে ফেরে
শেষ রাতের তারা...।