দু'হাজার তেইশ!
তুমি আমার বুকে হেনেছ চরম আঘাত
মেরুদন্ড ভেঙে দিয়ে একেবারে করেছ কাত।
উনিশ সাতানব্বইয়ে এতটা কাত হইনি বাবার মৃত্যুতে,
কিংবা দু'হাজার চারে মায়ের তিরোদানে
যতটা কাত হয়েছি আমি তোমার আলিঙ্গনে।
ফারজানা, মাহিন!
না, ওদেরকে হারাইনি,
পোহাতে হয়নি ওদের মাকে হারানোর দুঃখ,
(আল্লাহ্ চাহে তো আমার আয়ু নিয়ে হলেও ওরা আরও শতাব্দী কাল বেঁচে থাকুক।)
কিন্তু, ওরা হারিয়েছে আমার বুক।
দু'হাজার তেইশ!
তুমি আমাকে নামিয়েছ শিখর থেকে শেকড়ে,
প্রাসাদ থেকে পথে।
তবুও তোমাকে সেলুট জানাই আমি,
কারণ, জীবন কি? এ প্রশ্নের উত্তর ও আমায় শিখিয়েছ তুমি।।