এমন দেশে বাস করি সত্য বলা মানা
সব দেখেও চোখ বুজে থাকতে হয় কানা।
চোরকে চোর বলা বড় নিষেধ, কাকু
বলতে গেলে পেটের ভেতর ঢুকে যাবে চাকু।
^তারা' যদি বলে রাত, বলতে হবে তা
যদিও তখন ঘড়ির কাটায় দুপুর বারো টা।
কালো কে যদি 'তারা' বলে ধ্রুব সাদা
স্বীকার তোমায় করতে হবে উপায় নেই দাদা।
কাঁচকে হীরে কয়ে করলে বিকৃতি
তাকেই তোমায় দিতে হবে হীরের স্বীকৃতি।
সূর্য পূর্বে উদয় হয় আমরা জানি সবাই
'তারা' যদি বলে পশ্চিমে মানতে হবে তাই।
ঘুষ খাওয়া উদারতা না খাওয়া পাপ
কোন দেশে আছি বাপু, এবার একটু মাপ।
সকালে দশ বিকেলে বিশ মূল্যের উঠানামা
কিচ্ছুটি করার নেই চুপ থাকো মামা।
না খেয়ে মরার গতি সিংহভাগ মানুষ
'তারা' উড়ায় চতুর্দিকে উন্নয়নের ফানুস।
ইট পাথরে উন্নয়ন যদিও হয়েছে ঠাসা
মানবিক উন্নয়নের গায়ে পঁচন বেঁধেছে বাসা।
পাঁচশ টাকা আয়ের নিচে মানুষ দশ কোটি
বাজারে গিয়ে দেখে ছ'শ টাকা ভাগা পুটি।
তেল নুন পেঁয়াজ মরিচ থাকলো ওসব বাদ
অনেক আগেই ভুলেছে বাঙ্গালী গরুর মাংসের স্বাদ।
যদি কেবল কোরবানিতে দু'এক টুকরো জুটে
গো গ্রাসে হা ভাতের দল গিলি চেটেপুটে।
ছেঁড়া জুতা তালি দিয়ে করছি বছর পার
'জিডিপি'র সূচকে কি খবর আছে তার?
আমার খবর আসেনা তো পেপার পত্রিকায়
খবর নিতে হলে এসো খানের ইটভাটায়।
কোন খুপরিতে বাস করি, কি মোদের খানা
পদ্মা সেতু পার হয়ে দেখে যা ভাই কানা।
আমায় দেখতে হলে এসো গোয়ালিমান্দ্রা হাটে
চটের ছাউনির গৃহগুলো সাজানো পাটে পাটে।
সাত বাই চার ফিটের বিশাল গৃহখানি
একটুখানি বৃষ্টি হলেই চুইয়ে পড়ে পানি।
তবুও নাকি উন্নয়নে আমরা সবার সেরা
এখনো আশি পার্সেন্ট কাঁচা ঘরে ফুঁটো টিনের বেড়া।
তাই মানবিক দৃষ্টি দিয়ে করো যদি জরিপ
দেখবে, দু'একটি সম্প্রদায় বাদে আমরা সবাই গরীব।।