আকাশটা দেখছ তুমি যা
আসলে আকাশটা নয় তা।
আকাশটা করো যদি কোটি ভাগ
হয়তো দেখছ তুমি তার এক ভাগ,
বাকিটাই রয়ে গেছে অদেখা।।


খোদার আরশটা হয় যদি মরুভূমি
কুরসিটা ভেব তবে অংগরি।
কুরসিটা হয় যদি মরুভূমি
সাত আসমান জমি তবে অংগরি।
এবার ভেবে দেখো কত বড়
মহান খোদার ঐ আরশটা!!


সপ্ত থেকে ষষ্ঠ আসমান
সত্তর সহস্র ভাগের সমান।
পঞ্চম চতুর্থ তৃতীয়
এমনি হয়ে আসছে ছোট।
এবার ভেবে দেখো কত বড়
মহান খোদার ঐ আরশটা!!


এমনি ছোট হয়ে অবশেষে
প্রথম আকাশটা রয়েছে ভেসে।
সেই আকাশের অতি অণু ভাগ
দেখছি তুমি আমি দিবস রাত।
এবার ভেবে দেখো কত বড়
আমার খোদার ঐ আরশটা!!


সেই বিশাল আরশের অধিপতি
তাঁকে চিনতে না পারো যদি ভীষণ ক্ষতি।
তাঁকে চিনে নেব তাঁর সৃষ্টি দেখে
আর চিনবো কোরআন হাদীস থেকে।
তাঁকে চিনতে না পারো যদি অনুভবে
বৃথাই তোমার জীবনটা।।