আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দাও!
আমার মাথার উপর থেকে কালো মেঘ খন্ড সরিয়ে নাও।
প্লিজ ! আমার ভূখণ্ডে আমাকে একটু বাঁচতে দাও!
তোমার পোলাও কোর্মায় নেই আমার এতটুকু লোভ
তবে আমার নুনে ভাতে কেন তোমার এত ক্ষোভ?
তোমার প্রাসাদ চূড়ায় তাকিয়ে আমার হয়না কোন কষ্ট
তবে আমার কুড়ে ঘরখানি কেন বারবার করছো নষ্ট?
তোমার গাড়ির হুঁইসেল সমীহ করে নেমে যাই রাস্তা থেকে
তাও গ্লাস নামিয়ে পিছনে তাকাও আড়চোখে?
রোদে পূড়ে ঘাম ঝরানো খাটুনে দেহের রাতে একটু শান্তির ঘুম চাই,
তোমার সাউন্ড সিস্টেমকে প্রশ্ন করি,
' সে অধিকারটুকু কি আমার নাই?'
দয়াকরে এবার নিজকে একটু বদলে নাও বাপু, আর সহ্য হয়না।
প্রজা হয়েছি, প্রয়োজনে পেড়েক হবো
কিন্তু পাপোস হতে পারবনা।