: মাথায় কি ভাই?
: ডিমের ঝাঁকি,
  বেচতে দিয়েছে আমার ছোট কাকি।
: আমিতো জানি তুমি ভেজায় বোকা,
  বেচতে গিয়ে হাটে খাবেনাতো ধোকা?
: হাঁস বেচি হাটে নিয়ে জোড়া জোড়া
  আন্ডা! ইয়েতো থোরা থোরা।
: আমায় বলছো বোকা! বড় বুকের পাটা,
  আমিতো জানি ভাই তুমি বড় পাঠা।
  বুদ্ধির পরীক্ষা হয়ে যাক আজ
  করতে হবে ছোট একটুকু কাজ।
  আমার ঝাঁকার ভেতর আছে যাহা
  বলতে পার যদি কি নাম তাহা,
  খান তিনেক দেব আমি তোমার হাতে,
  বুদ্ধির টাইটেল পাবে তার সাথে।
: বলো না একটুকু সহজ করে,
  তানাহলে উত্তরে যাই বাপু মরে।
: উপরের খোলসটা দেখতে সাদা
  ভেতরে কুসুম থাকে কাদা কাদা।
  তেল দিয়ে ভেজে খেতে দারুণ মজা
  সিদ্ধ করেও চলে গজা গজা।
  নুডুলস্ পাকাতে নাই যার জুড়ি
  পান্তায় পেলে দুটো ফুলে উঠে ভুরি।
  কেহ কহে ডিম আর কেহ আন্ডা,
  এবার বলোতো দেখি মাথা করে ঠান্ডা।
: এই যদি হয় বর্ণনা তবে
  নিশ্চয় নাম তার 'লেবু' হবে।।