বাংলাদেশের রাজনীতি আহা কি চমৎকার ‌!
'বিসমিল্লাহ'র এক দল, আরেক 'আল্লাহ আকবার'।
এক দলের সাপোর্টার নৌকার মাঝি মাল্লা
অন্য দলের ধান বেপারী, হাতে দাড়ি-পাল্লা।
নৌকার মাঝি নৌকা বাসায় 'আল্লাহ আকবার' বলিয়া
'বিসমিল্লাহ'' বল্লে তাদের পাল যায় খুলিয়া।
অন‍্য কাজের প্রারম্ভে বলে কিনা জানি না
গোপনে বলতে পারে, প্রকাশে? তা মানি না।
ধান বেপারী ভুল করেও বলে যদি 'আল্লাহ'
'মহাজন' শুনতে পেলে কাটা যাবে কল্লা।
নামাজেতে পড়ে তারা বড়ই ঠেকায় পরিয়া
নামাজ শেষে 'বিসমিল্লাহ'তে আবার আসে ফিরিয়া।
আল্লাহ-রসূল ভাগাভাগি, ভাগাভাগি ইসলাম
বলির পাঠা জনগণ দুই দলেরই গোলাম।
আমারা কতক মধ‍্যপন্থী আমাদের ভাগে কে?
'আল্লাহ' না 'বিসমিল্লাহ' বসে শুধু ভাবি সে।।