সিগারেট !
তোকে বারংবার ছাড়তে চেয়েছি,
বারবার স্ট্রে ধুয়ে করেছি সাফ।
কিন্তু পারিনি, তুই যে আমার আজন্ম লালিত পাপ!
একে একে সবাই ছেড়েছে, ছাড়িসনি কেবল তুই
একটু একটু নেশার কালিতে ছেয়েছিস হৃৎপিন্ডের পুরোটা ভূই।
হারানো মুখ গুলো যখনই স্মৃতিপটে এসে সজোড়ে ধাক্কা মারে বুকে          
ভ্রান্ত প্রশান্তির ছোঁয়া খুঁজি তোর জ্বলন্ত দেহ চেপে ধরে মুখে।
মিথ্যে নয়, কিছু  তো পাই
মূল্যবান জীবন ক্ষুইয়ে একটু সুখছাই।
আর একটু তৃষ্ণা একটু তন্দ্রা একটু অবসাদ
শ্রান্ত দেহে ক্ষণিক প্রশান্তি পেতে
ক্ষয় কাশির বিছানায় হই কাত।
সেলুট সিগারেট সেলুট !
তুই ছাড়া জীবনের বাকি সব হয়েছে যে লুট।।