ধিক্কার !
হে মুসলিম সন্তান,
ধিক্কার ! তোমাকে ধিক্কার !!
তোমার কলিজায় ধরেছে পোকা
তাও নেই এতটুকু চিৎকার !
ধিক্কার ! তোমাকে ধিক্কার !!
তোমার প্রথম কেবলা, তোমার রাসূলের মেরাজ স্তম্ভ অজ কংসের হাতে অবরুদ্ধ,
হচ্ছে নিয়ত বলৎকার।
তবুও তুমি নীরব, নিশ্চুপ!
নেই এতটুকু হুংকার!
ধিক্কার ! তোমাকে ধিক্কার !!
শুনি বাবার মৃত্যুতে আর্তনাদ, মায়ের মৃত্যুতেও তাই
তবে জাতিসত্তার মৃত্যুতে তুমি নীরব কেন ভাই?
শুনি নেতার হত্যায় সিংহের গর্জন,
ভাইয়ের হত্যায় বাঘের হুংকার,
তবে জাতিসত্তার হত্যায় কেন তুমি নির্বিকার?
ধিক্কার ! তোমাকে ধিক্কার !!
এখনো সময় আছে,
রশি দড়ির সন্ধান করে ঝুলে পড়ো গাছে
শঙ্কা ! তোমার মুসলিম পরিচয়ে ইসলামের কলঙ্ক হয় পাছে।
রশি দড়ির সন্ধান করে ঝুলে পড়ো গাছে।
নচেৎ গর্জে উঠে করো চিৎকার
বলো, "আল আকসা আমার অস্তিত্ব
আল আকসা আমার অহংকার।"
গর্জে উঠে করো চিৎকার,
বলো, "আল আকসা আমার জাতিসত্তার অলংকার।"
গর্জে উঠে করো চিৎকার,
বলো, "যায় যাক প্রাণ তবুও সমুন্নত রাখিব আল আকসার মান।"
নচেৎ ধিক্কার ! হে মুসলিম সন্তান!
তোমাকে শত ধিক্কার !!