ময়না কাঁটার তির ঘেষে নয় বেশি দূর
শরিয়তুল্লাহর স্মৃতি ভেজা গ্রাম ‘বাহাদুর’ ।
যার হুংকারে কেঁপে ছিল বৃটিশের তখত্
লেজ গুটে দৌঁড়ে ছিল পাপি কম বখত। ।
নবীর দেশে বাইশটি বছর জীবন করে পার
শরিয়তের সওদা লয়ে ফিরলেন আপন দ্বার ।
গেয়েছেন মানবের মাঝে একত্ববাদের গান
সেই সুরে ভরে ছিল গোটা বাঙালীর প্রাণ ।
শুনালেন তব মাঝে অমিয় বাণী,
“আল্লাহ্ ছাড়া প্রভু কভু নিওনাকো মানি।
সৃস্টির সেরা জীব মানুষের মাথা,
খোদা ছাড়া কারো পায়ে যাবে নাকো পাতা ।
মানুষ হয়ে মানুষেরে কর নাকো ভয়
জেনো মৃত্যুর মাঝে জীবনের হয় নাতো ক্ষয়।”
দু‘বাংলার দুঃখী কোটি মানুষের মাঝে
এলেন শরীয়তুল্লাহ্ মুক্তির বাহক সাজে।
ব্যক্তি সুখ ত্যাগ করি পরের সুখের তরে
মানবতার গান গেয়েছেন সারা জীবন ধরে,
“ছোট  জাত নাহি ভেব কুলি, জোলা,জেলে
সব মুসলিম ভাই ভাই একই মায়ের ছেলে।
হালাল রোজগারে যদি যাপ জীবন খানি
তবেই তুমি খোদার কাছে সাবার চেয়ে মানি ।
ছোট-বড়, ধনী-গরিব কিংবা সাদা কালো
খোদার কাছে সেই মহিয়ান আখলাক যার ভালো ।
নাচ-গান, বাদ্য-বাজনার অঢেল আয়োজন
বিয়ে, খত্না, আকিকায় নাহি প্রয়োজন।
মাজার দরগায় শিরনি আর কবর ছাদে বাতি
এসব যদি কর তবে হবে বিশাল ক্ষতি ।
কালেমা, নামাজ, রোজা তিন আঁকড়ে ধরে
থাকলে কড়ি হজ-যাকাত পালন কর পরে ।
সত্যকে সত্য বল অশির নিচেও শুয়ে
জীবন ভয়ে পড় নাকো মিথ্যের কাছে নুয়ে ।
এই পৃথিবী শষ্যের মাঠ, আবাদ কর নেকি
ধন-দৌলত, প্রাসাদ-অট্র সঙ্গে যাবে সে কি ?
খোদার জমি, খোদার ভুমি আমরা করি চাষ
মিছে কেন ভুমিহীনে জমিদারের দাস ?
স্বাধীন সার্বভোমহীন দাস হয়ে থাকা।
এভাবে যায়কি মান ধরে রাখা?
নিজ দেশে দাস রুপে থাকিয়া তবে
হ্যদয়ের সুখ কি মিলে কিছু ভবে?
দেশের তরে জীবন খানি বিলাও যদি
ওপারে গিয়ে পাবে পুণ্যের নদী ।
বাঁচতে হয় যদি বাঁচ বীরের মত
সম্মুখে বাঁধার পাহাড় থাকুক যত ।
তাই বলি তোমাদের যার যা আছে
তা নিয়ে বেড়িয়ে পড় মোর পাছে ।
শত্রু মুক্ত কর প্রিয় স্বদেশ ভূমি
নিজ হাতে কর চাষ যে যার জমি।”
তাঁর এই উদাত্ত আহ্বান পেয়ে
বাংলার হিন্দু মুসলিম সব এক হয়ে,
কেউ নিল হাতে লাঠি, কেউ নিল বাঁশ
মুখেতে প্রতিঙ্গা বাদে, “হয় হব লাশ,
তবু পদলেহী জমিদারের অত্যাচার
মুখ বুঝে কভু মোরা সইবনা আর।”
সেই থেকে বাঙ্গালী চির জাগ্রত
কারো কাছে করিনি কভু মাথা নত।
শরীতুল্লাহ্ আজ নেই আছে তার দিক্ষা
তা থেকে আমাদের নিতে হবে শিক্ষা।
তাই তার আদর্শ আম শীর অর্পে
চলতে হবে পথ বীর সম দর্পে।।
মাহাবুব/মাওয়া লঞ্চ ভ্রমন   ০৬/০৮/১০ইং