আল্লাহ, আল্লাহ তুমি কতই মহান !
লক্ষ পাপোর পরেও জানি বন্ধ করোনি তুমি
এই পাপীর আহার নিদ্রা পান।।


পাপ করি কথায় কথায়, পদে পদে হেথায় তথায়
মিথ্যে বলি হেসে খেলে, দম্ভ করি ডানা মেলে
অশ্লীল সুরে গাহিতেছি গান।।


সর্ষে দানার চেয়েও ছোট পৃথিবীতে আমার
বাস
মহা জাগতিক বানে ক্ষণে হতে পারে নাশ
কেবল তোমার মহব্বতে হচ্ছে সেথা প্রণের চাষ।
আমরা মানব জাতি ভুলেই আছি তোমার মহা অনুদান।।


একটি দানা হতে করলে এক বাটি আমায় দান
একটি বৃক্ষ হতে দিলে লক্ষ বৃক্ষ হবার প্রাণ।
একটি মাছ দিয়েই তুমি ভরাও একটি নদীর প্রাণ।।


পাপে পাপে কালো হয়ে আছে পৃথিবীর সব
তবুত্ত চারিদিকে শুনি তোমার দয়ার কলরব।
এত পাপ দেখে দেখে আৎকে উঠে আমার প্রাণ।।