আগের মত আর বাজেনাতো বীণ
আমার ফুরিয়ে এসেছে বুঝি দিন।
ওপারে যাওয়াতে নেই কোন দুখ্
পাই বা না পাই এতটুকু সুখ।
দুঃখ কেবলই মনে এপারেতে রয়ে গেল ঋণ।
এপারে গড়েছিলাম আমি যে ঘর
সে ঘরে বাস করে কত আপন পর।
ওপরের ঘরখানির কেনা বাকি রয়ে গেল টিন।।
ওপারে যাব আমি নেই কানাকড়ি
কিভাবে দেব বলো খেয়া নায়ে পাড়ি?
মাঝি যদি নাছোড় হয় কি হবে আমার বলো সেই দিন??
কত হলো লেনদেন কত বেচাকেনা
মহাজন কে যে হলো নাতো চেনা।
তাকে না চেনার ব্যথা বুকের মাঝে করে চিনচিন।।