মানবতার নেতা মাশরাফি !
নেই হিংসা নেই বিদ্বেষ নেই এতটুকু অহংকার
নেই চাকচিক্যে মোড়া স্বর্ণ খুচিত অলংকার।
অলংকার রূপে বরেছে গতরে জন্মভূমির ধুলো মাটি
প্রকৃতির মত বিশুদ্ধ হৃদয়, মন সোনার মত খাঁটি।
চিত্রা নদীর জলের মতই বিলিয়ে ভালোবাসা
কুড়িয়ে নেয় মায়া মমতা আর কিছুর করে না আশা।
খেলা দিয়ে বিশ্ব মাঝে বাড়ালো দেশের মান
এখন সেবা দিয়ে জয় করছে নড়াইল বাসীর প্রাণ।
নেই বিলাশবহুল অট্টালিকা নেই বিলাশবহুল গাড়ি
অসৎ পথে পথ চলিতে মনের ভীষণ আড়ি।
কামার, জেলে, মুটে, মুজুর সব মানুষের পাশে
সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যায় হাজির হয় এসে।
এমন নেতা পেতাম যদি দেশে আর দু'দশ জন
পিতার সোনার বাংলা গড়তে লাগত না বেশি ক্ষণ।
নেতা প্রাচুর্যের এই দেশেতে ভালো নেতার অভাব
খুঁজে দেখো তাঁহার হৃদয়ে পাবে বঙ্গবন্ধুর স্বভাব।।



[ কবিতাটি জনাব জোনায়েদ আহমেদ পলক, ব্যারিষ্টার সুমন এবং শিরোনাম ব্যক্তি ত্রয়ের সম্মানার্থে রচিত। মাটি ও মানুষের নেতা যারা তাদের প্রশংসা নৈতিক দায়িত্ব বলে মনে করি, তোষামোদী নয়।]