পৃথিবী ভরা লোক সমাজ খুঁজতে গিয়ে ভাই
দেখি সবাই প্রাণীকূল আসলে মানুষ নাই।
ক্রেতা বিক্রেতা পাবে হাটবাজারে ঠাসা
একটি মানুষ খুঁজে পাবার করোনাকো আশা।
গাড়ি ভর্তি পাবে যাত্রী ড্রাইভার হেলপার
একটি মানুষ খুঁজে দেখো খোঁজ পাবে না তার।
খেলার মাঠে দর্শক পাবে হাজারো হাজার
তাদের চিত্তে রশদ যোগায় কিছু খেলোয়াড়।
একটি মানুষ তাদের মধ্যে খুঁজে পাওয়া ভার
বৃথা চেষ্টার জরিপ হবে ফল পাবে না তার।
বিদ্যালয়ে শিক্ষার্থী পাবে শিক্ষক পাবে কিছু
যদি একটি মানুষ খুঁজতে গিয়ে হাঁটো তাদের পিছু;
হেঁটে তোমার পা দু'খানি হয়ে যাবে কাবু
একটি মানুষ খুঁজে তুমি পাবে নাকো তবু।
ডাক্তার রুগী আয়া বুয়ায় হাসপাতাল ভরা
পাবে নার্স ব্রাদার ওষুধ পথ্য, মানুষের কেবল খরা।
মসজিদে মুসল্লী পাবে মন্দিরে পূজারী
মানুষ খুঁজতে গিয়ে দেখবে মনের সাথে আড়ি।
এশিয়া ইউরোপ ওশেনিয়া আটলান্টিকের পাড়ে
সারা জীবন খুঁজো যদি খুঁজে পাবে না তারে।
আসলে মানুষ তৈরির কল গুলো সব বন্ধ হয়ে গেছে
অবয়বে মানুষ রূপে প্রাণীকূল বিশ্ব ভরে আছে।।