কুড়িটি বছর দেখেছিলুম দুচোখ ভরে
তারপর দেখিনি একটি বারও কুড়ি বছর ধরে।
আরো কুড়িটি বছর প্রতিক্ষায় থাকব
যদি আয়ু পাই তবে,
মরিবার আগে শুধু একটি বার শুধু একটি বার
তব মুখখানি দেখিতে চাই এই ভবে।
এ কেমন প্রেম বল,
যা আজ হয়তো তোমার স্মৃতিতেও নেই,
কিন্ত, আমি তার অনলে আজো পুড়ছি
সকাল-দুপুর-রাতে মনে-মননে সবখানেই।
সেদিন চাইলে পেতুম হয়তো, চাইনি সাহস করে
কুড়ি বছর পর সে ভুল আজো আমায় কাঁদায়
অহরহ ব্যাথার চাবুক মেরে।
দারিদ্রতার পরাকাষ্ঠে বলি হতে হল আমায়
কিন্ত, আমার বুকেরে ঐষয্যের সন্ধান কি পাওনি তুমি?
সেখানে শাহজাহানের চেয়েও যে দামি তাজমহল গড়েছিলুম।
তার আলোক মিনার তুমি কি একটি বারও তাকিয়ে দেখনি?
আমার জামার একটি বোতামওতো ছিলনা সেদিন বন্ধ,
দেখবেইবা কি করে,
অর্থের গরবে তুমি যে ছিলে সেদিন অন্ধ।।


(হাই স্কুলের ‘আ‘ আদ্যাক্ষরের সেই তোমাকে)