আমার কাঁটাছেড়া দেহ
তোর মসৃণ ত্বক
বিধ্বস্ত ডানা আমার
তোর স্বচ্ছ পালক।
এই যদি হয় সমীকরণ
হয় কি কভু এই দুয়ের মিলন?
ডানা মেলে উড়িস সুনীল আকাশে তুই
আমার কাঁধে লাঙল চষি শক্ত পতিত ভূই।
তোর আছে পুষ্পিত বৃক্ষ ডাল
আমি মাপি তেল নুন আধা সের চাল।
এই যদি........মিলন?
বিলাশতরীর ভ্রমণ তোর সঙ্গী সাথীর সমভ্যবিহার
আমি ভাঙা নায়ে বৈঠা হাতে মাস্তুলে ছেঁড়া পাল তাহার।
তোর আছে সুনীল সাগর সোপান
মোর ভাঙা নায়ে হানে আঘাত তুফান।
এই যদি......... মিলন।।