আজি হতে শতবর্ষ পরে
হে নবীন তুমি থাকবে যে ঘরে
আবাদ করো আবাদ করো তারে
তোমার মনের মত করে।।


আজ যে ঘরে বাস তোমার
হয়তো দু'দিন পরে সে ঘর হবে অন্য কাহার।
তুমি কেবলই স্মৃতি হয়ে সে ঘর মাঝে রইবে পড়ে।
আবার ক'দিন বাদে সেই স্মৃতি যাবে ঝরে
মায়ার বাঁধন ছিঁড়ে।।


সে ঘর হবে তোমার অনন্তকাল নিবাস
এ ঘর হতেই করতে হবে সে ঘরের সোনা চাষ।
তুমি চষবে যেমন ফলবে তেমন সোনা থরে থরে।।