মিথ্যা বলা মহাপাপ, পাপের জননী
“মিথ্যা কেবল ধ্বংস আনে”-নবীর বাণী শুনোনি?
একটি মিথ্যা ঢাকার জন্য বল শতটি
তবু মিথ্যা ঢেকে তাহা সত্য হয় কি?
মিথ্যা আর বিশ্বাস ভঙ্গ ঈমানের বিপরীতে
জান্নাত হইবে হারাম থাকলে দু’টো চিতে।
নবী বলেন,“মিথ্যার গন্ধ সইতে নাহি পেরে
ফেরেশতারা যায় যে চলে মাইল দূরে সরে।”
বিন্দুমাত্র মিথ্যার ছোঁয়া ছিল না দেখে
‘আল আমিন’ উপাধি পেলেন চরম শত্রু থেকে।
“মিথ্যা হতে বেঁচে থেকো” নবীর উপদেশ
নয় জাহান্নামের আগুনে পুড়ে হবে শেষ।
একবার যদি কেউ মিথ্যা সাক্ষি দেয়
বিনিময়ে তিন শিরকের গুনাহ কাঁধে নেয়।
হেসে হেসে মিথ্যা বলো গল্প-ঠাট্টার ছলে
কভু কি ভেবেছ তা নিয়ে যায় কত তলে?
ঢাকায় থেকে ফোনে বলো, ‘আছি রংপুর’
ভেবেছ নবীকে তুমি করলে কত দূর?
একটি কুড়াল দিয়ে তোমায় বলে যদি কেউ,
‌'' নবীর রওজায় মেরে এসো শক্ত কোপের ঢেউ।"
মুসলমান হয়ে কভু পারবে তুমি উহা?
তবে তারও অধিক কস্ট পান কেন করছো তাহা?
প্রতিজ্ঞা করো আজ ওগো মিথ্যার নদী
"আর কবনা মিথ্যা কভু জীবন যায়ও যদি"।
সত্য বলায় তোমার যদিও প্রাণ চলে যায়
ভেব, দু'হাত বাড়িয়ে নবী তোমার প্রতীক্ষায়।
পৃথিবী ছাড়বে তুমি দু'দিন আগে পরে
কি এমন মুনাফা পেলে মিথ্যেয়  বোজা ভরে?