সাংবাদিক
মোঃ মেহেদী হাসান


আমি এক সাংবাদিক,
অন্যায় কাজ এর বিরুদ্ধে আমি লিখি বলে আজ আমার জীবনটা নিরাপদ নয়।
রাস্তা - ঘাটে চালার পথে হতে হয় হয়রানির শিকার,
কেউ আবার পিস্তল তাঁক করে ভয় দেখায়।
আমি অন্যায় কাজ এর বিরুদ্ধে না লেখালিখি করি,
আরে আমি জন্মের পড় শপথ
নিয়েছি অন্যায়করীর বিরুদ্ধে লিখবো এবং অন্যায়কারীর মুখোশ উম্মেচন করবো।
আমার পত্রিকার পাতায় ঝুরে আছে অন্যায়কারীর নাম ও ছবি,
চেয়ে দেখো এরা এই দেশের তারা নাম করা ব্যক্তি।
তাদের কাউকে ছাড়িনি আমাকে ভয় দেখিয়ে লাভ নেই,
আমি পেশা বেঁচে নিয়েছি,
সাংবাদিক এই পদ সত্যবাদী পদ।
আমি সত্যি কথা বলি এবং পত্রিকার পাতায় সত্যিকথা লিখি,
কোন ঘটনা মিথ্যা নয় চেয়ে দেখো এক বার আমার পত্রিকার পাতায়।
আমি সত্যি ঘটনা তুলে  ধরি বলে আজ আমার পরিবারের লোক নিরাপদ নয়,
তাদেরও  মেরে ফেলার ভয় দেখায়।
আমার পরিবারের সকল মানুষ এবং আমি নিজেও যদি সত্যি ঘটনা পত্রিকার,
পাতায় লেখার জন্য জীবন চলে যায় হাসি মুখে বিদায়  নিব দুনিয়ায় থেকে।
তবুও আমি সাংবাদিক কথা ছাড়বো না,
কারণ, এটি একটি মহান পেশা,
আমি ঘুষ খেয়ে মিথ্যা জিনিষকে সত্যি বানাতে পারবো না।