মনের কোনে সংগোপনে একটা প্রজাপতি,
নবীন ডানায় উড়ে বেড়ায় ঘুরে ইতি উতি,
বিশ্ব কানন মুগ্ধ আনন বাহারি রঙের ফুল,
আপন মায়ায় গান গেয়ে যায় বাসন্তী বুলবুল,
ভোরের বেলা বিভার খেলা কচি ঘাসের পরে,
কি অপরূপ আহা স্বরূপ বর্ণে ঝলমল করে!
আকাশ সুনীল সাগর সলিল তীরে ভাঙে ঢেউ,
মেঘের সাথী পাহাড় ঝর্ণা ডাকছে ওরা কেউ,
আয়রে ছুটে বাধন টুটে দেখবি খেলার ঘর,
ঝিকিমিকি জোনাক পোকা নিশি পরস্পর,
দখিন হাওয়া নাচে মাঠের কাঁচা ধানের শীষে,
পাখির গানে পরান টানে স্বপন থাকে মিশে,
শাপলা শালুক ডাহুক হিজল পানকৌড়ির ডুব,
নদীর জলে বাঁওড় বিলে ছড়ায়ে রেখেছে খুব,
সাজানো ধরণী দেয় হাতছানি নির্বাক স্বরে কয়,
কাছে ও দূরে তোমায় ঘিরে আমায় পাবে নিশ্চয়।

১৫/০৭/২০২৫ খ্রিঃ