নীল আকাশ,
সে আমার স্মৃতির দুনিয়া!
সময়গুলো সাথে পাশে,
বিদায় জানাতে ফানুসেরা উড়ে,
বুকে জ্বলে আগুন কষ্টগুলো পুড়িয়ে।


ভোরে নয় এই নব সময়ের শুরুটা,
আতশবাজিরা কষ্টে ফোঁটে
বিমূর্ত শব্দে বিদায় বেলায় সময়ের সাথে,
আমার শহরটা এদিন সাজে,
অতীতকে নিয়ে নয়, নতুনের আগমনে!
সময়েরা চলে,
কিছু স্মৃতিতে আমায় পরিচয় করিয়ে,
কেন আমায় নেয় না সাথে,
তার এই বিসর্জনের বিদায়ে?


দূরের আকাশ হতে ভেসে এসে,
পুড়ে ছাই ওই ফানুসটা আমার কাছে,
প্রশ্ন করে, করে নিবেদন!
আমায় নাকি নেবে সাথে,
আমিও স্মৃতিতে পুড়ছি, কেন উড়ছি না?
আমৃত্যু কী পুড়বো সাথে? ওই স্মৃতির পাশে!..