পুরোনো সেই অধ্যায় ...
               অনিচ্ছা!..তবু খুলে দেখি
স্মৃতি মাখা হাজারো পাতায়
                অজানায় তোদেরই খুঁজি!


আজকের নির্জন সেই পথ
                 ক্ৰম পেছন পানে দেখি
দমকা হাওয়ায় তোদেরই ঘ্রাণ
            আড়ালে লুকিয়ে আছিস নাকি?


ক্লাসের ফাঁকের সামান্য সেই হইচই
                     দুষ্টুমিতে ভরা দিনগুলি
মারামারি আর হৈ-হুল্লোড়
                প্রিয়ভাষ্য হে! করিস না ভণ্ডামি!


বিকেলের সেই মাঠে
              মাখামাখি গা অঝোর ঘামে
নামাজ বিহীন,মগ্ন ক্রিকেটে
          অহেতুই চিরিত ব্যাট সেই কুড়োলে!


মাথায় যেন আস্ত তালগাছ
           ঘন কালো অসংখ্য মশা সারে সারে
করিতাম কত দৌড়াদৌড়ি
               রাতের সেই কোচিংয়ে!..


হঠাৎই শব্দ ধুপ ধাপ,
         ফাটিল ঠোঁট অন্ধ পিটনে
যুদ্ধ বিহীন অসংখ্য ককটেল,
         মিনিট দুইয়ের সেই লোডশেডিংয়ে!


নিষেধাজ্ঞা ভেঙে এক বেঞ্চে
               রাখিয়া তবুও হাত কাঁধে
আবারও ধরিয়া গলাগলি
              তব করি হজম শত বকুনি!!