আবদ্ধ মায়ার তরে মনটা কাঁদে,
ঠিক কখন কীভাবে তারই টানে
ভাষাহীন ললাট বন্ধনে সুপে তারে
কভু খেয়াল নয়তো বেখেয়ালে
লালিত হয় বিরহে -নিরবে!!
(সংক্ষেপিত)
[ শব্দ বিলাশ writes by MAHID HASSAN ]
[ বিশেষ বৈশিষ্ট্যঃ- কবিতাটির প্রতিটি শব্দের প্রথম বর্ণগুলো নিয়ে তাতে কার যোগে তিনটি ভিন্ন বাক্যের সৃষ্টি সম্ভব ]