কষ্ট ঝরে যে শ্রাবণে
সে শ্রাবণের উত্‍স হলে,
কেন তুমি এক অচেনা
গভীর ঘায়ের সূত্র হলে?


চলছে যে দিন অবশেষে
কেন তুমি পাল্টে দিলে,
মোর মনেরি গহীন বনে
বৃক্ষগুলি কেটে নিলে!


বন হারালো সবুজ দেখা
আঁকলো এক কষ্ট রেখা,
কেন তুমি ঐ রেখাটার
প্রথম ও শেষ প্রান্ত হলে?


হৃদয় পটের রঙিন ছবির-
রঙগুলোকে কেড়ে নিলে,
কেন তুমি বদলে যাওয়া-
অচেনা এক সত্ত্বা হলে?