দৃষ্টি আমার যত দূরে থাকুক না কেন,
তবে বাংলার মধ্যেই থাকবে।
যত দূরে মন আমার যাক না কেন,
বাংলার জন্যই তবে রয়ে যাবে।


বাংলা আমার ছিল চাওয়া,
বাংলা আমার ছিল পাওয়া,
সবই তো পেয়েছি বটে।


বাংলার প্রকৃতির দিকে চোখ বোলালে
কেন যে মনে হয়
রয়েছি আমি স্বপ্নের ই দেশে।


কেন যে আমার দুনিয়াকে ভুলতে পারলেও আমি-
বাংলাকে পারিব না ভুলিতে।
দৃষ্টি আমার যত দূর থাকুক না কেন,
তবে বাংলার মধ্যেই থাকবে।