সারাদিন জুটেনি ভাগ্যে মোর
একমুঠো ভাত
কড়া নেড়েছি দুয়ারে দুয়ারে
এই ভিখারি দিনরাত।
ঘরে আছে আনাজ
তবু দিয়েছে গাল
একমুঠো দানে তাঁর
যদি কমে যায় সঞ্চিত মাল।
দু' মুঠো অন্ন জুটেনা আমার
আমি তবু প্রভুরে ডাকি
যাঁরে দিলে আনাজ অর্থ
সে দিতে চায় প্রভুরে ফাঁকি।
ছালা গায়ে শুয়ে থাকি আমি
পাকা সড়কের পরে
আমার মতো শত ক্ষুধাতুর
ধুকে ধুকে যায় মরে।
দু'টাকা করে দান
কেউ ধরেন মহানুভবতার ভান
হায় রে ভন্ড! আমারে লুটে
আমারেই করে দান।
ভজনালয়ের দানবাক্সে ঢেলে দেয়
কতজনে কত টাকা
আমি ক্ষুধাতুর ভিখারি বাড়ালে হাত
তাঁদের পকেট ফাঁকা।
ভজনালয়ে করিয়া দান
কী লাভ হইবে তবে?
ক্ষুধিত বান্দা তুলিয়া হাত
যখন তাঁদের বিচার চাবে।
ধনের পাহাড়ে শুইয়া যাঁরা
দেখে আনন্দ সুখ
হতেও তো পারে সে ভিখারি
লয়ে আমারি মতো দুখ।
বছর বছর তীর্থযাত্রায়
করে ব্যায় কত লোক
পথের ধারে ক্ষুধিত বান্দারে
তাঁরা দেখেনা মেলিয়া চোখ।
ক্ষুধাতুর মানুষেরে ভালোবেসে
যে করিল দান একমুঠো ভাত
তাঁহার ভজনা হইল সত্য
জাগিয়া দিবস রাত।