সার্টিফিকেট চাপা পড়ে যুবকের মৃত্যু


প্রতিদিন সকালে হাজার হাজার সার্টিফিকেট
সুদীর্ঘ অপেক্ষায় অফিস থেকে অফিসে


বাহারী সাজে হরেক নামে তিল তিল করে
বেড়ে উঠা সুদর্শন সব সার্টিফিকেট,
হঠাৎ জীবন রাস্তায় থমকে যায়
মেঘ সমুদ্র আকাশ নদী।
আর তুমি আমি থরে থরে পরে রই
ঝালমুড়ির মশলা গায়ে নিথর দেহে।


মৃত্যু কালে রক্ত রঙা কাগজে লেখা ছিলো
স্বপ্নগুলো এমন কেনো!
মায়ের আঁচল ছিড়ে গেছে গতো বৈশাখে
আর বাবার চশমার কাঁচ ভিজে অজানা
কারণে।


ফটোকপি মেশিনে জীবন বন্দী আর প্রেম!
সে তো নিয়মিত চোখ রাঙায়
এই বুঝি পাড়ি জমায় প্রাচুর্যে ঘেরা নিরাপত্তার চাদরে।


প্রতিদিন সকালে হাজার হাজার সার্টিফিকেট
অফিসের টেবিলে থরে থরে জমা পরে।


স্বচ্ছ কাছের আয়না গুলো
ট্রাস বক্সে দুমড়ে মরে নিয়ম করে
তাতে কি আসে যায় এই গনতন্ত্রের!


গোল টেবিলে মতবিনিময় সভা কখনো বা
তিন সদস্যদের তদন্ত কমিটি
সংবাদ সম্মেলনে সেই পুরোনো তাড়ি.....
নো ওরি উই হ্যাভ সার্টিফিকেট'স ভুড়ি ভুড়ি।


সার্টিফিকেট চাপা পড়ে যুবকের মৃত্যু....