তোমার পথ ছেড়ে যখন
       গিয়েছি চলে......
বিপদ-আপদ-অপমানের মালা
       অমনি এল গলে।

অরণ্য-শ্বাপদ সংকুল সে পথ,
      বিষন্নতায় ভরা
তোমার পথে অবারিত শান্তি
নেই কোন হতাশা,হুতাসন-জরা।
       সে পথে পথে ফুল
যে ফুলের গন্ধে ব্যাকুল
      সারা মানবকুল।

যে পথে চলে গেছে নামদার কত
সে পথ ছেড়ে,
দুঃখ এল শত।

ওগো দয়াময়
করোনা বিপথগামী
তোমার করুণা দিয়ে
তোমারি পথে নাও টানি।