"দেখ দেখ তৃসিরা ছায়ায় কাঁপে ইহকাল
এমন রূপের মধ্যে রূপ তুমি, রূপের কঠিন ঋণ।
আমি পূজার মন্ত্রে তোমায় দীক্ষিত করে যাব
আমি আরাধনা মন্ত্রে তোমায় সম্পন্ন করে যাব।"
এ ছিল আমার পাঁশুটে স্বপ্নের পূজা ।
আর এই ছিল আমার আলিঙ্গনের ভাষা  
পোয়াতি চাঁদের সাথে জ্যোৎস্নার আলিঙ্গনের মত।
নির্পলক চেয়ে থাকা উষ্ণ আদরের .........
আর বুকের উপত্যকায় পাখির ঠোঁটে চুম বুলানোর স্বপ্ন।

একটা হলুদ প্রেম পাখি আর ঘাস ফড়িং যেমন
প্রান্তে বিসর্জন দেয় প্রেম ও সকল সিক্ততা
তেমনি আমারও বিসর্জিত হল ...
সুখ গাঁথা, জন্ম অষ্টমী, ভাঙ্গা আঙ্গুল
সিক্ত কপিলা , ছেঁড়াকাঁথা.........
অতঃপর উরুসন্ধির সিঁদুর।